ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ। নবী ইব্রাহিম (আ.) আল্লাহর আদেশে তার প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে কুরবানি দিতে প্রস্তুত হয়ে যে উদাহরণ সৃষ্টি করেছিলেন, তা কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এই ঈদের মাধ্যমে মুসলিম সমাজ একত্রিত হয়, একে অপরের পাশে দাঁড়ায়, এবং দারিদ্র্য-পীড়িত মানুষের মুখেও হাসি ফুটায়।
আজকের দিনে আমরা যারা দেশে আছি, অথবা যাঁরা প্রবাসে আছেন—সবাই যেন এই ঈদের পবিত্র বার্তাটি হৃদয়ে ধারণ করি। আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রিয়জন, প্রতিবেশী, কর্মজীবী ভাইবোন সবার সঙ্গে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদের দিন যেন কেবল ভোজ কিংবা পোশাকে সীমাবদ্ধ না থাকে—তা ছড়িয়ে পড়ুক মানুষের পাশে দাঁড়ানোর কর্মে, দোয়া ও দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে।
Voice of Ashfaque-এর পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই ও বোনকে জানাই ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আসুন, আমরা সবাই মিলে ঈদের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করি। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন, ঈমানকে দৃঢ় করুন এবং জীবনে তাওফিক দান করুন – আমিন।
সবাইকে ঈদ মুবারাক
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাকে নতুুন নতুন আপডেট দিতে উৎসাহিত করবে।
ধন্যবাদ